আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী কাযেমাইনে ইমাম মুসা কাযিম (আ.)এর পবিত্র মাযারে বিশ্ববিখ্যাত ক্বারি "শায়শায়ী" সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করেছেন।
বার্তা সংস্থা ইকনা: মিশরের এই বিখ্যাত কারি ইমাম মুসা কাযিম (আ.)এর পবিত্র মাযারে সূরা নূরের ২৭ থেকে ৩৮ নম্বর আয়াত পর্যন্ত কুরআন তিলাওয়াত করেছেন। ইরাকের তৎকালীন বাদশাহ "মালিক ফয়সালে"র মা রানি আলিয়া'র কুলখানির অনুষ্ঠানে শায়শায়ী উক্ত কুরআন তিলাওয়াত করেছেন। সম্প্রতি আব্দুল ফাতহ শায়শায়ীর নিজস্ব টেলিগ্রামে এই কুরআন তিলাওয়াতটি প্রচার করেছে। ইমাম মুসা কাযিম (আ.)এর পবিত্র মাযারের প্রাঙ্গণে ১৯৫০ সালে তেলাওয়াতকৃত ৩০ মিনিটের অডিও ফাইলটি বার্তা সংস্থা ইকনার দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল। iqna