শোকানুষ্ঠান আলোচনা রাখেন আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি। তিনি কারবালার ইতিহাস এবং ইমাম হুসাইনের মহান ত্যাগের কথা তুলে ধরেন। তিনি বলেন: ধর্মীয় রাষ্ট্র এবং সুসজ্জিত সিস্টেম নির্মাণ করার জন্য সবথেকে বড় উৎস হচ্ছে আশুরা।
তিনি বলেন: ইমাম হুসাইন (আ.) আমাদেরকে শিখিয়েছেন, ধর্মের জন্য উৎসর্গ ও ত্যাগের কোন পরিমাপ নেই। আশুরার সংস্কৃতি আমাদের হুকুমতের পতাকাকে শক্তিশালী করেছে এবং সকলের চেষ্টার মাধ্যমে এই পতাকাকে ধরে রাখতে হবে।
এছাড়াও উক্ত শোকানুষ্ঠানে আহলে বাইতের (আ.) শানে মর্সিয়া পাঠ করেন জনাব মাশাল্লাহ এবং জনাব মানসুর।
ইমাম খোমিনি হুসাইনিয়াতে আগামী ১৩ই অক্টোবর পর্যন্ত শহীদদের নেতা ইমাম হুসাইন(আ.)-এর আজাদারি পালিত হবে।