
বার্তা সংস্থা ইকনা: ব্রাজিলের সাও পাওলো শহরে ইমাম মাহদী (আ.) সেন্টারে পবিত্র মুহররম মাস উপলক্ষে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। উক্ত শোকানুষ্ঠান আহলে বাইতের (আ.) মুসিবতের আলোকে বক্তৃতা পেশ করেছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হোসেন খালিলু।
মুহররম মাসের প্রথম দশ দিন এই শোকানুষ্ঠান উদযাপন হবে। শোকানুষ্ঠানের একদিনে ব্রাজিলে ইরানের রাষ্ট্রদূত 'মুহাম্মাদ কানেয়জাদা' অংশগ্রহণ করেছেন। ঐ দিনে তিনি "আশুরার বিপ্লব এবং ইসলামী জাগরণে এর প্রভাব"-এর আলোকে বক্তৃতা পেশ করেন।
ব্রাজিলের ইসলামিক সেন্টারেও শোকানুষ্ঠান উদযাপন হচ্ছে। ইসলামিক সেন্টারে কারবালার ঘটনার আলোকে বক্তৃতা পেশ করছেন শেখ তালিব খাযরুজী।
iqnaব্রাজিলের সাও পাওলো শহরে ইমাম মাহদী (আ.) সেন্টারে পবিত্র মুহররম মাস উপলক্ষে শোকানুষ্ঠান
ব্রাজিলের সাও পাওলো শহরে ইমাম মাহদী (আ.) সেন্টারে পবিত্র মুহররম মাস উপলক্ষে শোকানুষ্ঠান
ব্রাজিলে ইরানের রাষ্ট্রদূত 'মুহাম্মাদ কানেয়জাদা'