IQNA

মুসলমানদের বিরুদ্ধে আবারও বিরূপ মন্তব্য করলেন ট্রাম্প

18:25 - October 10, 2016
সংবাদ: 2601739
আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচিত হলে হিলারি ক্লিনটনকে জেলে পাঠানোর ঘোষণা আবার দিলেন মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে হিলারি সরকারি কাজে ব্যক্তিগত ইমেইল ব্যবহার করায় তাকে এই শাস্তি দেবেন বলে আজ এক বিতর্কে জানান ট্রাম্প।
মুসলমানদের বিরুদ্ধে আবারও বিরূপ মন্তব্য করলেন ট্রাম্প


বার্তা সংস্থা ইকনা: রোববার রাতে মিসৌরির সেন্ট লুইয়ে আয়োজন করা হয় এই বিতর্কের। বিতর্কের শুরুতে পরিচয় করিয়ে দেয়ার সময় দুই প্রার্থী পরস্পরের দিকে তাকিয়ে হাসলেও হাত মেলান নি।

ট্রাম্প বলেন, হিলারির ব্যক্তিগত ইমেইল ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ণ হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তিনি একটি বিশেষ কমিশন গঠন করবেন।

তিনি হিলারিকে উদ্দেশ করে বলেন, আপনার এই কাজের জন্য লজ্জিত হওয়া উচিত ছিল।

বিতর্ক শুরুর আগে ডোনাল্ড ট্রাম্প নিজে থেকেই নারীদের প্রতি তার করা অশালীন মন্তব্য সামনে নিয়ে আসেন।

তিনি বলেন, ২০০৫ সালে তার করা যে মন্তব্য নিয়ে ঝড় উঠেছে, সেটা ছিল ব্যক্তিগত আলোচনা। তারপর তিনি হিলারি ক্লিনটনকে এই বলে আক্রমণ করেন, তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন যেভাবে নারীদের নির্যাতন করেছেন, মার্কিন রাজনীতির ইতিহাসে তেমনটা আর কখনো করেননি।

বিভিন্ন বিষয়ে দুই প্রার্থীই জবাব দিচ্ছেন। জনস্বার্থমূলক বিষয়গুলোই এই বিতর্কে প্রাধান্য পায়।

উল্লেখ্য, ট্রাম্প বলেন, আমেরিকায় ৩.৩০ মিলিয়ন মুসলমান বসবাস করেন। তাদের সবাইকে সর্বদা দেহ তল্লাশি করতে হবে। কেননা এদের কারণেই সন্ত্রাসীরা আমেরিকায় সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে।

iqna

captcha