এছাড়াও সেদেশের ফুনতুয়া শহরে শিয়া মুসলমানদের শোক মিছিলে সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন।
আজ (বুধবার) নাইজেরিয়া সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশটির মুসলমানরা কারবালায় ইমাম হোসেইন (আ) এর হৃদয়বিদারক এবং মর্মান্তিক শাহাদাতের বার্ষিকী পবিত্র আশুরা উপলক্ষে কয়েকটি শহরে শোক মিছিল বের করলে সেনাবাহিনী এ হামলা চালায়।
নাইজেরিয়ার প্রখ্যাত শিয়া আলেম শেখ ইব্রাহিম জাকজাকির মুক্তির দাবিতে দেশটির মুসলমানরা বহু দিন ধরে প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে আসার পরিপ্রেক্ষিতে সরকার এবং তার অনুসারীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
আল্লামা শেখ ইব্রাহিম জাকজাকিকে গ্রেফতার করার সময় সেদেশের সেনাবাহিনী হামলায় আল্লামা জাকজাকির তিন ছেলে সহ অনেক শিয়া মুসলমান নিহত হয়েছে।
আন্তর্জাতিক অনেক মানবাধিকার সংগঠন এই পাশবিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে
মে মাসের প্রথম দিকে ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি এক বিবৃতিতে মুসলমানদের হত্যার জন্য নাইজেরিয়ার সরকারকে দায়ী করেছে।