IQNA

ডিয়ারবর্নে শিয়া মুসলমানদের আজাদারি + ছবি

17:36 - October 13, 2016
সংবাদ: 2601756
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র আশুরা উপলক্ষে আমেরিকার ডিয়ারবর্নের শিয়া মুসলমানরা ইমাম হুসাইনের জন্য শোক পালন করেছে।
ডিয়ারবর্নে শিয়া মুসলমানদের আজাদারি + ছবি

বার্তা সংস্থা ইকনা: আমেরিকার শিয়া মুসলমানরা শহীদদের নেতা রাসূলের নাতি ইমাম হুসাইনের শাহাদাতের স্মরণে শোক মিছিল বের করেন এবং লাব্বাইক ইয়া হুসাইন শ্লোগান দেন।
হুসাইন বোরো নামের ৩৩ বছর বয়সী ডিয়ারবর্নের শিয়া মুসলমান বলেন: আমরা আজ এখানে হাজির হয়েছি যাতে কারবালার ঘটনা এবং ইমাম হুসাইনের মর্মান্তিক শাহাদত ও ত্যাগের শিক্ষা চির জীবন জীবন্ত থাকে।
তার হাতে ইমাম হুসাইনের পতাকা ছিল এবং তিনি বলেন: ইমাম হুসাইন(আ.) অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি মজলুমের সাহায্যের জন্য এবং ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করার জন্য তার সব কিছু আল্লাহর রাস্তায় উৎসর্গ করেন।
হুসাইন বোরো বলেন: ইমাম হুসাইন(আ.) শুধুমাত্র মুসলমানদের নেতা নন বরং সারা জাহানের নেতা। কেননা তিনি মানবতাকে প্রতিষ্ঠিত করার জন্য শাহাদাত বরণ করেন।
আমেরিকার শিয়া মুসলমানরা এই শোক মিছিলে, বর্ণবাদ বিরোধী শ্লোগান দেন এবং মার্কিন পুলিশের সহিংসতার নিন্দা জানান।
iqna



captcha