বার্তা সংস্থা ইকনা: কানাডার বর্ণবাদীদের ইসলামি বিরোধী মনোভব থাকার কারণে এই হামলা করেছে। ইসলামিক সেন্টারে হামলা করে সন্ত্রাসীর মুসলমানদের বিরুদ্ধে হুমকিমূলক বার্তা লিখেছে।
এছাড়াও হামলার পূর্বে বর্ণবাদরা ক্যালগ্যারি বিশ্ববিদ্যালয়ে হুমকিমূলক বার্তা প্রকাশ করেছে।
ইউরোপ ও আমেরিকায় দায়েশের হামলার কারণে কানাডাই মুসলমানদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে।
কানাডার কুইন্সল্যান্ড ইসলামিক সেন্টারের প্রধান 'জুনাইদ মাহান' বলেন: ইবাদতের স্থানে হামলার বিষয়টি মোটেই গ্রহণযোগ্য নয়। এই জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।