বার্তা সংস্থা ইকনা: ইমাম হুসাইন (আ.) ও তার সাথীদের পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে আহলে বাইত (আ.)এর ভক্তগণ ১২ই অক্টোবর কারবালায় শোকানুষ্ঠান পালন করেছেন। ইরাকী সহ বিদেশী লক্ষ লক্ষ যায়ের এই শোকানুষ্ঠানে উদযাপন করেছেন। ইরাকের কর্তৃপক্ষ জানিয়েছে চলতি বছরে আশুরা উদযাপন করার জন্য ইরাকের অধিবাসী সহ বিদেশী যায়েরর সংখ্যা ৪৫ লাখ ছাড়িয়ে গিয়েছে।
এছাড়াও লেবানন, সৌদি আরব, বাহরাইন, আফগানিস্তান, পাকিস্তান, কাশ্মীর, ভারত, বাংলাদেশ, নাইজেরিয়া, আফ্রিকার বিভিন্ন দেশে এবং ইউরোপের বিভিন্ন শহর ও ব্রাজিলে ইসলামিক সেন্টারে যথাযোগ্য মর্যাদায় আশুরার শোকানুষ্ঠান উদযাপিত হয়েছে।
পবিত্র আশুরা উপলক্ষে ইংল্যান্ডের ইসলামিক সেন্টারে শোক পতাকা উত্তোলন করা হয়েছে এবং ফার্সি, ইংলিশ, আরবি ও উর্দু ভাষায় শোকানুষ্ঠান পালন করা হয়েছে।
সৌদি আরবের কাতিফ শহরে আশুরার শোকানুষ্ঠান
iqna
সৌদি আরবের কাতিফ শহরে আশুরার শোকানুষ্ঠান
বাসরা
কুয়েত
করাচী
বাংলাদেশ
ইস্তাম্বুল
কারবালা