গ্রেফতারকৃত তিন ব্যক্তিই মার্কিন নাগরিক। গ্রেফতারকৃত কার্টিস অ্যালেন (৪৯) , গেভিন রাইট (৪৯) ও প্যাট্রিক স্টেইন (৪৭) হচ্ছে দ্য ক্রুসেডার (যোদ্ধা) নামক ডানপন্থী মিলিশিয়া সশস্ত্র গ্রুপের সদস্য।।
স্থানীয় সময় শুক্রবার সকালে তাদের কানসাসের লিবারেল এলাকা থেকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে অ্যালেন ও রাইট লিবারেল এলাকার বাসিন্দা।
তদন্তকারীরা জানিয়েছেন, ৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ব্যাহত না করতে তারা ৯ নভেম্বর মসজিদে বোমা হামলার পরিকল্পনা করছিল। যে মসজিদে হামলার পরিকল্পনা করা হয়েছিল সেখানে সোমালি বংশোদ্ভূত মুসলমানরা নামাজ পড়েন। এফবিআই আট মাস আগে ১৬ ফেব্রুয়ারি এই তিনজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল।
কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস এর নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ জানান, ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন ইসলামবিরোধী বক্তব্যের কারণেই যুক্তরাষ্ট্রে মুসলিমবিরোধী পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মুসলমানদের প্রতি ঘৃণা জন্মাচ্ছে দেশে।