বার্তা সংস্থা ইকনা: স্থানী উৎস বলেছে, সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যরা মসজিদসমূহে মুসল্লিদের প্রবেশ করতে নিষেধ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, আজ (১৭ অক্টোবর) সকালে মসুল রিলিজ অপারেশনের শুরুতেই দায়েশ মসজিদসমূহ দখল করেছে সেখানে তাদের অস্ত্রের ভাণ্ডার এবং সামরিক সরঞ্জামের গুদামে পরিণত করেছে।
সূত্রে আরও বলা হয়েছে, ইরাকের সামরিক বাহিনীর হামলার জন্য দায়েশের সন্ত্রাসীরা ভয় পেয়ে এই কাজ করেছে।
এদিকে ইরাকী সেনারা বার্তা প্রদান করে দায়েশের গোপন আস্তানা ও তাদেরে অবস্থান থেকে মসুল শহরের অধিবাসীদের দূরে থাকার আহ্বান জানিয়েছে।
ইরাকি যৌথ বাহিনী আজ সকাল হতে দায়েশের হাত থেকে মসুল ও তার আশেপাশের এলাকা মুক্ত করার জন্য বিশেষ অভিযান শুরু করেছে।
আল-হাদাস সংবাদ চ্যানেল আজ সকালে মসুলের পূর্বাঞ্চল এবং দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল নেইনাওয়া প্রদেশের কেন্দ্রীয় এলাকাসমূহকে দায়েশের হাত থেকে মুক্ত করার পর ইরাকি পতাকা উত্তোলন করা হয়েছে বলে জানিয়েছে।
এছাড়াও ইরাকের এই সংবাদ চ্যানেলটি আরও জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে ইরাকের 'আল-হাউজা'র গ্রামসমূহ মুক্ত করা হয়েছে।
iqna