IQNA

আশুরার হৃদয় বিদারক ঘটনার অভিনয়

23:44 - October 18, 2016
সংবাদ: 2601791
ইরানের 'সাহরায়ে হ্রুদে ফাসা' গ্রামে আশুরার হৃদয় বিদারক ঘটনার আলোকে প্রায় ২৫০ জন অভিনেতা অভিনয় করেছেন। এটি ইরানের সর্ববৃহৎ প্রদর্শনী যা ইমাম হুসাইন (আ.)এর শাহাদাতের ওপর প্রদর্শিত হয়েছে। ইরানীরা এই প্রদর্শনকে 'তাজিয়া খনি' বলে থাকে। প্রতি বছরই এখানে আশুরা উপলক্ষে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ২০১১ সালে এই প্রদর্শনীকে জাতীয়করণ করা হয়েছে। চলতি বছরে আশুরার হৃদয় বিদারক ঘটনার প্রদর্শন দেখতে প্রায় ৫০ হাজার দর্শক উপস্থিত হয়েছেন। এই প্রদর্শনীতে শহীদদের নেতা ইমাম হুসাইন (আ.) এবং তাঁর সাথিগণ কিভাবে শহীদ হয়েছেন তা তুলে ধরা হয়েছে। প্রায় ১০ হাজার মিটার এলাকায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বলা হয়ে থাকে, প্রায় ২৫০ বছর পূর্বে থেকে এই ঐতিহাসিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে আসছে।
captcha