বার্তা সংস্থা ইকনা: ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমার নামাযের খতিব হযরত আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকী আজ শুক্রবার জুমার খুতবাতে বলেন: আমেরিকা বিশ্বের পরাশক্তি হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে জুলুম ও অবিচারের নেতৃত্ব দিচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ইরানের হুসাইনি আদর্শের ধর্মপ্রাণ মুসলমানরা কখনও জালিম ও তাগুত শক্তির কাছে মাথা নত করতে পারে না। যারা আমেরিকার সাথে সংলাপের সুর তুলে থাকেন, তিনি তাদের সমালোচনা করে বলেন যে, এ সব লোকদের ঈমান দূর্বল এবং তারা বিপ্লবী চিন্তাধারায় বিশ্বাস করে না।
তিনি ইয়েমেনের রাজধানী সানার সাম্প্রতিক এক জানাজার অনুষ্ঠানে সৌদি বিমান
হামলায় শত শত নিরপরাধ মানুষ নিহত হওয়ার ঘটনা তুলে ধরে বলেছেন, এ বিষয়ে
আন্তর্জাতিক সমাজের নীরবতা লজ্জাজনক এবং তা মানবাধিকারের সমর্থক হওয়ার
দাবিদারদের জন্য ও জাতিসংঘের মহাসচিবের জন্যও বড় ধরনের কলঙ্ক।
তিনি ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যে সৌদিদের হাতে শিশু হত্যাকে লেবানন ও গাজায়
ইসরাইলের হাতে শিশু হত্যাযজ্ঞেরই পুনরাবৃত্তি হিসেবে অভিহিত করেন।
জনাব কাজেম সিদ্দিকি এ প্রসঙ্গে আরও বলেছেন, সৌদি শাসকগোষ্ঠী মধ্যপ্রাচ্যে মার্কিন ষড়যন্ত্রগুলোরই সহযোগী।
তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব ইরানের সাম্প্রতিক বিমান মহড়ার
বার্তাকে এ অঞ্চলের জাতিগুলোর জন্য শান্তি ও বন্ধুত্বের বাণী এবং ইসলামী
ইরানের প্রতিরক্ষা ক্ষমতা সম্পর্কে অবাস্তব ধারণার শিকার মহলগুলোর জন্য
সতর্কবাণী বলে মন্তব্য করেছেন।
তিনি ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে ইসলামী এই দেশের প্রতিভাবান যুব-সমাজের
একদল সদস্যের সাক্ষাতের ঘটনা প্রসঙ্গে বলেছেন, ইরানের এই যুব সমাজ দেশটিকে
একটি উন্নত ও মহান ইসলামী সভ্যতার পতাকাবাহী শক্তিতে পরিণত করবে।