বার্তা সংস্থা ইকনা: ইসলামী প্রজাতন্ত্র ইরানের গিলান প্রদেশে অনুষ্ঠিত ৩৯তম জাতীয় কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান গতকাল ২২শে অক্টোবর রোজ শনিবার সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সর্বোচ্চ নেতার প্রতিনিধি এবং ইরানের এনডাউমেন্ট সংস্থার প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী মুহাম্মাদী উপস্থিত ছিলেন।
এ প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলে ৯ জন প্রতিযোগী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ১ম থেকে ৫ম হলেন যথাক্রমে- ইরানের খোরাসানে রাজাভি প্রদেশের হামেদ আলী জাদেহ, তেহরানের সায়িদ পারভিজি, কাযভিন প্রদেশের সাইয়েদ মোস্তাফা হুসাইনি, তেহরানের মুহাম্মাদ হাসান মোয়াহেদি, গিলান প্রদেশের হুসাইন রাফিয়ি উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মাঝে সার্টিফিকেট, ভাস্কর্য এবং মূল্যবান উপহার প্রদান করা হয়।
হেফজ বিভাগের চূড়ান্ত পর্যায়ও আজ বিকালে অনুষ্ঠিত হয়েছে। তবে হেফজ বিভাগে উত্তীর্ণদের নাম এখনও জানা যায় নি।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ৩৯তম জাতীয় কুরআন প্রতিযোগিতা গত ১৬ই অক্টোবর রবিবার থেকে শুরু হয়েছে এবং তা আজ ২২শে অক্টোবর শনিবার সমাপ্ত হওয়ার কথা রয়েছে। ইরানের জাতীয় আওকাফ অধিদপ্তর প্রতি বছর দেশব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে, প্রতিযোগিতায় উত্তীর্ণরা আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতাসমূহে অংশগ্রহণের সুযোগ পেয়ে থাকেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় কুরআন প্রতিযোগিতা আয়োজক কমিটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে, সমাজের সর্বস্তরে পবিত্র কুরআনের শিক্ষা ও সংস্কৃতির বিস্তার সাধনই প্রতি বছর এ প্রতিযোগিতা আয়োজনের অন্যতম লক্ষ ও উদ্দেশ্য।
iqna
