IQNA

কাজাকিস্তানের স্কুলে হিজাব নিষিদ্ধ আইন

0:27 - October 23, 2016
সংবাদ: 2601817
আন্তর্জাতিক ডেস্ক: কাজাকিস্তানের শিক্ষা উপমন্ত্রী সেদেশের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষেধাজ্ঞা আইন জারির খবর দিয়েছে।
বার্তা সংস্থা ইকনা: কাজাকিস্তানে হিজাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা জানুয়ারিতে গৃহীত হয়। আর যে কোন ধরণের হিজাব বা ধর্মীয় পোশাক পরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। হিজাব নিষেধাজ্ঞা সত্ত্বেও শিক্ষার্থীরা এখনও হিজাব পরে ক্লাসে অংশগ্রহণ করছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক যৌথ সংবাদ বিবৃতিতে ধর্ম বিষয়ক ও সুশীল সমাজের পাশাপাশি বিচার বিভাগের মন্ত্রণালয় ঘোষণা করেছে, যে সকল শিক্ষার্থীরা কাজাকিস্তান শিক্ষাপ্রতিষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক তাদেরকে অবশ্যই হিজাব এবং ধর্মীয় পোশাক বর্জন করতে হবে।

এই বিবৃতিটি জানুয়ারি ২০১৬ সালে যে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়, তা নিশ্চিত করে।

এই আইন অনুযায়ী সকল শিক্ষার্থীদেরকে স্কুলের ইউনিফর্ম পরতে বাধ্য করে এবং কর্তৃপক্ষ যে ড্রেস পরতে বলতে শুধুমাত্র সেই পোশাকই পরতে হবে।

এই আইন অনুসারে স্কট, প্যান্ট, জ্যাকেট, ফতুয়া এবং এ ধরণের সকল পোশাক যা হিজাব হিসাব করা হয় তার সবই নিষিদ্ধ।

iqna


captcha