IQNA

কাজাখ সমাজবিদ;

কাজাখস্তানের ৮৬ ভাগ ধর্মভীরু যুবক মুসলমান

7:17 - October 23, 2016
সংবাদ: 2601819
আন্তর্জাতিক ডেস্ক: মদিনা নূরগালিভা কাজাখ সমাজে ধর্মের প্রভাবের বর্ণনা দিতে গিয়ে বলেন: দেশের প্রায় ৯০ ভাগ যুবক ধর্মভীরু; যাদের মধ্যে ৮৬ ভাগ মুসলমান।

কাজাখস্তানে অবস্থিত ইরানি কালচারাল সেন্টারের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: কাজাখস্তানের বিশিষ্ট সমাজবিদ মদিনা নূরগালিভা এদেশের যুবকদের মাঝে ধর্মের প্রভাবের বিষয়ে গবেষণার পর বলেছেন: তুলনামূলকভাবে কাজাখ যুবকরা ধর্মীয় প্রভাবে প্রভাবিত।

তার গবেষণা অনুযায়ী, কাজাখস্তানের সক্রিয় যুবকদের মধ্যে শতকরা প্রায় ৯০ ভাগ যুবক ধর্মভীরু। এদের মধ্যে শতকরা ৮৬ ভাগ মুসলমান।

যুবকদের কেউ কেউ ধর্মের বিষয়ে সরকারের নীতিকে সুষম জ্ঞান করলেও, তাদের বিরাট একটি অংশ মনে করে ধর্মের বিষয়ে সরকারের নীতি দূর্বল।

পাশাপাশি কাযাক যুবসমাজ মুফতিগণ, সরকার ও ধর্ম বিষয়ক কার্যালয়গুলোর তৎপরতা এবং ধর্ম বিষয় গ্রন্থ বিতরণের সমালোচনা করে থাকে একটি অংশ।#3539792


captcha