IQNA

জার্মানীর তৃতীয় হেফজে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

4:28 - October 26, 2016
সংবাদ: 2601837
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: জার্মানী, নরওয়ে ও ফ্রান্সের ৫২০ জন প্রতিযোগীর অংশগ্রহণের মধ্য দিয়ে জার্মানী’র তৃতীয় কুরআন প্রতিযোগিতা গত ২৩ অক্টোবর বার্লিনে অনুষ্ঠিত হয়েছে।
জার্মানীর তৃতীয় হেফজে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আল-জাজিরা নেট ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ইউরোপের অন্যতম বৃহত এ প্রতিযোগিতা জার্মানী’র সর্ববৃহৎ ইসলামি-আরবি সংস্থা ‘মাজমায়ে ইসলামি’ (ইসলামিক সোসাইটি)-এর উদ্যোগে বার্লিনে অনুষ্ঠিত হয়েছে।

জার্মানী’র ১৬টি প্রদেশ এবং নরওয়ে ও ফ্রান্সের সর্বমোট ৫২০ জন প্রতিযোগী ২ বিভাগে –পূর্ণ কুরআন এবং ১৫ পারা- হেফজ বিষয়ক এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।

এ প্রতিযোগিতার এক চতুর্থাংশ প্রতিযোগী অনারব হাফেজদের নিয়ে গঠিত। প্রতিযোগিতায় পূর্ণ কুরআন হেফজ বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন জার্মানী’র হামবুর্গ শহরের শরণার্থী শিবির আশ্রয় গ্রহণকারী এক সিরিয় হাফেজ।

জার্মানী’র ওলামা ও মুবাল্লিগ ইউনিয়নের প্রধান ‘তাহা আমের’ এ সম্পর্কে জানিয়েছেন: হেফজের বিষয়কে গুরুত্ব প্রদান, ঐশী এ গ্রন্থের আয়াতসমূহে গভীর চিন্তা, কুরআনের শিক্ষা ভিত্তিক নতুন প্রজন্ম তৈরী ইত্যাদি এ প্রতিযোগিতার বার্তাসমূহের অন্যতম।

প্রসঙ্গত, মিসরের সাবেক শাইখুল কোররা ‘শাইখ ঈসা আল-মি’সারাভি’ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন।#3540561


captcha