IQNA

মক্কায় ইয়েমেনের হামলার মিথ্যা দাবী করেছে সৌদি আরব

16:11 - October 28, 2016
সংবাদ: 2601846
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিটের এক কর্মকর্তা বলেছেন: মক্কায় ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার মিথ্যা দাবী করেছে সৌদি আরব।
মক্কায় ইয়েমেনের হামলার মিথ্যা দাবী করেছে সৌদি আরব
বার্তা সংস্থা ইকনা: ইয়েমেনের এই কর্মকর্তা সৌদি কর্মকর্তা হাস্যকর দাবির ব্যাপারে বলেছেন: ইয়েমেনে অন্যায় ভাবে কাপুরুষোচিত আগ্রাসনকে বৈধ করার জন্য এধরণের গুজব রটাচ্ছে।
তিনি আরও বলেন: মহান আল্লাহ পবিত্র নগরী মক্কাকে একটি নিরাপদ স্থান হিসেবে ধার্য করেছেন এবং ইয়েমেন সহ বিশ্বের সকল মুসলমানদের জন্য এটি একটি পবিত্র স্থান। কখনোই ইয়েমেনের মিসইল এই পবিত্র স্থানে নিক্ষেপ করা হবে না।
এছাড়াও এই বিবৃতিতে ইয়েমেনের কর্মকর্তা আরও উল্লেখ করেছেন: ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সৌদি-আমেরিকান আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র বাহিনী।
iqna


captcha