IQNA

লিবিয়ায় নারীদের জন্য অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠান

0:04 - October 31, 2016
সংবাদ: 2601859
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার রাজধানী "ত্রিপোলি'তে নারীদের জন্য হেফজ ও তাজবিদ বিভাগে ১১তম জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
লিবিয়ায় নারীদের জন্য অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠান
বার্তা সংস্থা ইকনা: লিবিয়ায় নারীদের জন্য অনুষ্ঠিত ১১তম জাতীয় কুরআন প্রতিযোগিতায় ২০ জন নারী একে অপরের সাথে প্রতিযোগিতা করেছেন।

উক্ত কুরআন প্রতিযোগিতা লিবিয়ার আওকাফ মন্ত্রণালয়ের অন্তর্গত সুন্নতে নাবাবী (সা.) এবং কুরআনিক অফিসের পক্ষ থেকে নারীদেরকে কুরআন তিলাওয়াত ও হেফজের প্রতি অধিক আকৃষ্ট করার জন্য অনুষ্ঠিত হয়েছে।

লিবিয়ার বিভিন্ন শহরের নারীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, প্রতিযোগিতায় প্রথম থেকে পঞ্চম স্থানের অধিকারীদের পর্যায়ক্রমে ৬০ হাজার লিবিয়ান দিনার, ৩৫ হাজার লিবিয়ান দিনার, ২০হাজার লিবিয়ান দিনার, ১৫ হাজার লিবিয়ান দিনার, ১০ হাজার লিবিয়ান দিনার অনুদান করা হয়েছে।

১১তম জাতীয় কুরআন প্রতিযোগিতার আয়োজক কমিটির শর্ত মোতাবেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রতিযোগিদের বয়স ১২ বছরের অধিক হতে হবে এবং প্রাথমিক পর্বে আঞ্চলিক প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারী হতে হবে।

iqna


captcha