IQNA

অটিজমে আক্রান্ত শিশুর সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত শুনে আশ্চর্য হল বিচারকমণ্ডলী

23:54 - November 03, 2016
সংবাদ: 2601880
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের 'আল-গারাবিয়া' প্রদেশ অনুষ্ঠিত জাতীয় কুরআন প্রতিযোগিতায় কুরআন তিলাওয়াত করে সকলের মন জয় করেছেন অটিজমে আক্রান্ত এক শিশু।


অটিজমে আক্রান্ত শিশুর সুললিত কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত
বার্তা সংস্থা ইকনা: অটিজমে আক্রান্ত শিশু আহমাদ আলাউদ্দিন আব্দুল হুমাইদ হাবাসা' মিশরের 'আল-গারাবিয়া' প্রদেশ অনুষ্ঠিত জাতীয় কুরআন প্রতিযোগিতায় ইসরা সুরার আয়াত তিলাওয়াত করে উপস্থিত দর্শক ও বিচারকদের আশ্চর্য করেছে।
প্রতিবেদন অনুযায়ী, উক্ত কুরআন প্রতিযোগিতা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় আহমাদ আলাউদ্দিন বিশ্বের প্রসিদ্ধ ক্বারিদের তিলাওয়াতের অনুরূপে কুরআন তিলাওয়াত করেছেন।
বলাবাহুল্য কুরআন প্রতিযোগিতা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং উক্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি মুহাম্মাদ ইসমাইলের সমর্থনে অনুষ্ঠিত হয়েছে।
iqna




ট্যাগ্সসমূহ: কুরআন ، তিলাওয়াত ، পবিত্র ، মিশর
captcha