IQNA

জুমার নামাযের খতিব;

আমেরিকার সাথে রাজনৈতিক শত্রুতার থেকে ধর্মীয় শত্রুতাই অধিক

18:50 - November 04, 2016
সংবাদ: 2601881
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মুওয়াহহেদি কেরমানি বলেছেন, বিশ্ব-সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের জাতীয় দিবসে ইরানিদের ব্যাপক মিছিল মার্কিন সরকারকে হতাশ করেছে।তিনি আজ তেহরানের জুমা নামাজের ভাষণে এই মন্তব্য করেছেন।
আমেরিকার সাথে রাজনৈতিক শত্রুতার থেকে ধর্মীয় শত্রুতার মাত্রা অধিক

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ আলেম হযরত আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মুওয়াহহেদি কেরমানি বলেছেন, আমেরিকার সাথে ইরানের বিরোধ শুধু রাজনীতিগত নয়; বরং ধর্মগত। কাজেই যতদিন আমেরিকার অধিপত্য বিস্তারের নীতিতে পরিবর্তন না আসবে, ততদিন এ বিরোধ অব্যাহত থাকবে।

বার্তা সংস্থা ইকনা: হযরত আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মুওয়াহহেদি কেরমানি আজ শুক্রবার তেহরানের প্রধান জুমার নামাযের খুতবাতে বলেন: ৪ই নভেম্বর বিশ্ব-সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের জাতীয় দিবস মার্কিন সরকারের সঙ্গে ইরানি জাতির শত্রুতার দিবস, আর এই শত্রুতার রয়েছে ধর্মীয় এবং নৈতিক কারণ বা দিক।

তিনি ইরানের ভেতরে মার্কিন প্রভাবের বিষয়ে ইরানি জাতিকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, মার্কিন সরকার ইরানি জাতির সঙ্গে তার শত্রুতার কথা প্রকাশ্যেই ঘোষণা করেছে, আর এ সরকার কোনো ধরনের মানবিক সম্পর্কে বিশ্বাসী নয়।

তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আরও বলেছেন, পরমাণু সমঝোতা প্রমাণ করেছে যে মার্কিন সরকার মিথ্যাবাদী এবং চুক্তি লঙ্ঘনকারী। মার্কিন সরকারের সঙ্গে আলোচনায় বসে ইরানের সমস্যাগুলোর সমাধান হবে না বলেও তিনি সতর্ক করে দেন।

আয়াতুল্লাহ কেরমানি তার দেশের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্য বইয়ে মার্কিন অপরাধযজ্ঞ তুলে না ধরার বিষয়ে সর্বোচ্চ নেতার প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন। তিনি এ প্রসঙ্গে বলেছেন, পরমাণু সমঝোতায় ইরানের কোনো লাভ না হওয়ার মূল কারণ হল মার্কিন সরকারের মিথ্যাচার আর ওয়াদা লঙ্ঘন।

ইরানে মার্কিন কর্তৃত্ব ফিরিয়ে আনার চেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আয়াতুল্লাহ কেরমানি বলেন, মার্কিন শত্রুতাগুলোকে এক মুহূর্তের জন্যও ভুলে যাওয়া ঠিক হবে না, বিশ্বের জনগণও মার্কিন অপরাধযজ্ঞগুলোকে ভুলিনি, কারণ ওয়াশিংটন এক মুহূর্তের জন্যও ইসরাইলকে সহায়তা দেয়া বন্ধ করেনি।

ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মুওয়াহহেদি কেরমানি বলেছেন, বিশ্ব-সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের জাতীয় দিবসে ইরানিদের ব্যাপক মিছিল মার্কিন সরকারকে হতাশ করেছে।

iqna



captcha