IQNA

মিশরে কুরআন হেফজের নতুন কেন্দ্র উদ্বোধন

22:58 - November 04, 2016
সংবাদ: 2601885
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের আলেকজান্দ্রিয়া শহরের 'আল-আমিরিয়া' এলাকায় 'ইকরা' নামক কুরআন হেফজ ট্রেনিং সেন্টারের উদ্বোধন হয়েছে। মিশরে অবস্থিত মালয়েশিয়ার রাষ্ট্রদূত উক্ত সেন্টারটি উদ্বোধন করেছেন।
বার্তা সংস্থা ইকনা: মিশরস্থ মালয়েশিয়ার রাষ্ট্রদূত 'ডট কু জাফর কু শুয়ারি' ৩০শে অক্টোবর 'ইকরা' ট্রেনিং সেন্টারটি উদ্বোধন করেছেন। নব উদ্বোধিত সেন্টারটিতে কুরআন হেফজের পাশাপাশি সংস্কৃতি বিষয়ক কার্যক্রমও সম্পন্ন করা হবে।

'ইকরা' ট্রেনিং সেন্টারটি উদ্বোধনের মূল উদ্দেশ্য হচ্ছে আল-আমিরিয়া'র সহ আশেপাশের এলাকার অধিবাসীদের সাংস্কৃতিক মূলক কাজ, গণিত ও ইংরেজি ভাষা শক্তিশালী করা।

এ ছাড়াও মালয়েশিয়ার যে সকল শিক্ষার্থী আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে, তারা এই কেন্দ্রে উপস্থিত হয়ে আগ্রহী ব্যক্তিদের বিভিন্ন কারুশিল্প প্রশিক্ষণ দেবে।

'ইকরা' কুরআন হেফজ ট্রেনিং সেন্টারটি নির্মাণ করতে দুই লাখ মিশরীয় পাউন্ডের অধিক অর্থ ব্যয় হয়েছে। ট্রেনিং সেন্টারটির নির্মাণ খরচের প্রায় ৩০ শতাংশ অর্থ আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা অনুদান করেছেন।

iqna



captcha