«وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِنَ النَّارِ فَأَنْقَذَكُمْ مِنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ»
এবং তোমরা সমবেতভাবে আল্লাহর রজ্জুকে দৃঢ়তার সাথে ধরে থাক এবং দলে দলে বিভক্ত হয়ো না; আর তোমাদের ওপর আল্লাহর নিয়ামতগুলো স্মরণ কর যে, তোমরা পরস্পরের শত্রু ছিলে, অতঃপর তিনি তোমাদের হৃদয়ে প্রীতি সঞ্চার করে দিলেন, ফলে তোমরা তাঁর অনুগ্রহে পরস্পর ভাই ভাই হয়ে গেলে এবং তোমরা আগুনের গহ্বরের (জাহান্নামের) কিনারায় ছিলে, আর তিনি (আল্লাহ) তোমাদের তা থেকে রক্ষা করলেন। এভাবেই আল্লাহ তাঁর আয়াতসমূহকে তোমাদের জন্য বিবৃত করেন যাতে তোমরা পথপ্রাপ্ত হও।
- সূরা আলে ইমরান, আয়াত: ১০৩
হযরত আয়াতুল্লাহ আল উযমা জাফর সুবহানি বলেন, মুসলিম উম্মাহ বর্তমানে অনৈক্য ও বিভ্রান্তির জালে আটকা পড়েছে; তাই মুসলিম জাহানে ঐক্য প্রতিষ্ঠায় আলেম সমাজকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন: পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরার আদেশ দিয়েছেন এবং অনৈক্য ও ভেদাভেদ থেকে সর্বাবস্থায় বিরত থাকারও নির্দেশ দিয়েছেন। তাই প্রত্যেক মুসলমানের উপর ঈমানি ও দ্বীনী দায়িত্ব হচ্ছে নিজেদের মধ্যে সুসম্পর্ক ও সৌহার্দ বজায় রাখা এবং ভেদাভেদের আগুন থেকে দূরত্ব বজায় রাখা।
তিনি বলেন: আজ ইসলামের শত্রুরা মুসলিম উম্মাহের মাঝে বিভেদ ও বিভ্রান্তির জাল বিস্তারের চক্রান্তে লিপ্ত রয়েছে। এক মুসলমান আজ অপর মুসলমানের রক্ত ঝরাচ্ছে, ইসলামের নাম ব্যবহার করে উগ্রবাদী ও জঙ্গিবাদের বিস্তার ঘটাচ্ছে। এমতাবস্থায় মুসলিম আলেম ও চিন্তাবিদদের দায়িত্ব হচ্ছে মুসলিম বিশ্বকে এ ধ্বংসাত্মক অবস্থা থেকে মুক্তি দেয়া।
তিনি বলেন: বর্তমান মুসলিম উম্মাহর সার্বিক অবস্থা বিবেচনা করলে এটা সুস্পষ্ট যে, যদি কেউ মুসলিম উম্মাহর মাঝে ঐক্য বিনষ্ট হয় এমন কোন পদক্ষেপ নেয়, তবে সে সরাসরি ইসলাম ও মুসলমানদের সাথে বিশ্বাস ঘাতকতা করেছে। কাজেই প্রত্যেকের ঈমানি দায়িত্ব হচ্ছে শত্রুদের চক্রান্ত সম্পর্কে সজাগ থেকে নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখা।