IQNA

মিশরের বিখ্যাত ক্বারী "সায়িদ আল-জানাতী'র সুললিত কণ্ঠে আম্বিয়া সুরার তিলাওয়াত

0:27 - November 12, 2016
সংবাদ: 2601929
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি কুরআনের চ্যানেলে মিশরের বিখ্যাত ক্বারী "সায়িদ আব্দুস সামাদ আল- জানাতী'র সুললিত কণ্ঠে পবিত্র কুরআনের আম্বিয়া ও বালাদ সুরার তিলাওয়াত প্রকাশ হয়েছে।
মিশরের বিখ্যাত ক্বারী
বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি কুরআনের চ্যানেলে মিশরের বিখ্যাত ক্বারী "সায়িদ আল- জানাতী"র সুললিত কণ্ঠে পবিত্র কুরআনের আম্বিয়া'র ১০১ থেকে ১১২ ও বালাদ সুরার ১ থেকে ১৮ নম্বর আয়াতের তিলাওয়াত প্রকাশ হয়েছে।

২৮:১৬ মিনিটের অডিও ফাইলটি ইকনার দর্শনার্থীদের জন্য প্রকাশ করা হল:

iqna


ট্যাগ্সসমূহ: ইকনা ، কুরআন ، তিলাওয়াত ، মিশর
captcha