বার্তা সংস্থা ইকনা: ইসরাইলের অসামরিক বিষয়ক সোসাইটি ঘোষণা
করেছেন: গতকাল গাজার অধিবাসীদের আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে বাধা সৃষ্টি করা
হয়েছে। গাজার অধিবাসীদের আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে বাধা সৃষ্টি করার জন্য ইসরাইলি
কর্তৃপক্ষ সেদেশের অসামরিক বিষয়ক সোসাইটিকে দায়িত্ব দিয়েছে।
ইসরাইল কর্তৃপক্ষ তাদের এই ভয়ানক ও জঘন্য সিদ্ধান্তের ন্যায্যতা
প্রতিপাদনের জন্য বলেছে, শুক্রবার মসজিদুল আকসায় প্রবেশের
জন্য যে নীতিমালা রয়েছে, গাজার অধিবাসী সেটা পালন
করে না।
বলাবাহুল্য, শুক্রবার
জুমার নামাজ আদায়ের জন্য দখলদার ইহুদিরা হাতে গোনা কয়েক জন গাজার অধিবাসীদের অনুমতি
দেবে।
iqna