ইমাম সজ্জাদ, বিব জয়নাবসহ আহলে বাইতের সদস্যরা ৪০ দিন পর আবার কারবালায় ফিরে আসেন এবং ইমমা হুসাইনের যিয়ারত করেন। এর পর থেকে এই সুন্নত যুগ যুগ ধরে আজ অবদি চলে আসছে।
আরবাইনের পদযাত্রার মাধ্যমে মানুষ এটা প্রমাণ করে যে ইমাম মাহদী আসবেন এবং সত্য ও ন্যঅপরায়ন রাষ্ট্র গঠন করবেন। আর যারা এতে অংশগ্রহণ করছে তারা সবাই ইমাম মাহদীর অনুসারী ও সাহায্যকারী হবেন।
ইমাম হুসাইন(আ.) জালিম ইয়াজিদের বিরুদ্ধে সংগ্রাম করে শাহাদাত বরণ করেছিরেন। ইমাম মাহদীরও বর্তশানে জামানার ইয়াজিদদের বিুরদ্ধে সংগ্রাম করবেন এবং তিনি সকল জালিমদেরকে উতখাত করে ন্যায়-নীতি প্রতিষ্ঠা করবেন।
আর বাইনের পদযাত্রায় নারী পুরুষ, আবাদ বৃদ্ধ বনিতার উপস্থিতি এটাই প্রমাণ করে যে, ইমাম হুসাইনের রক্তের বদলা গ্রহণকারী ইমাম মাহদীর আগামণ অতি নিকটে এবং এই জনতাই হবে তার সাহায্যকারী ও সৈনিক।