IQNA

"হান্নানা খালাফি"র তিলাওয়াত শুনে মুগ্ধ হলেন সকলে + ভিডিও

0:47 - November 13, 2016
সংবাদ: 2601938
আন্তর্জাতিক ডেস্ক: আমিরাতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিখ্যাত ক্বারি ও হাফেজ "হান্নানা খালাফি" অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নির্ভুল ও সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করে সকলকে মুগ্ধ করেছেন এই ছোট্ট হাফেজ।

বার্তা সংস্থা ইকনা: আমিরাতে শুধুমাত্র নারীদের জন্য অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিচারকদের তিনটি প্রশ্নের নির্ভুল জবাব দেন হান্নানা খালাফি।

"শেইখা ফাতিমা বিনতে মুবারাকা" শিরোনামে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৯ নভেম্বর হান্নানা খালাফি অংশগ্রহণ করেছেন। হান্নানা খালাফি অন্যান্য সকল সময়ের মত এই প্রতিযোগিতায়ও নির্ভুল ভাবে কুরআন তিলাওয়াত করে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণের পূর্বে প্রাথমিক পর্যায়ে বিচারক মণ্ডলী হান্নানা খালাফির নিকট তিনটি প্রশ্ন করেছিলেন। সকল প্রশ্নের সঠিক ও নির্ভুল প্রশ্নের উত্তর দিয়ে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছেন তিনি।

বলাবাহুল্য, আমিরাতে "শেইখা ফাতিমা বিনতে মুবারাকা" শিরোনামে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ৬ নভেম্বর শুরু হয়েছে এবং একাধারে ১৮ই নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

iqna


captcha