বার্তা সংস্থা ইকনা: ট্রাম্প রবিবার (১৩ই নভেম্বর) 'CBS' চ্যানেলের ৬০ মিনিটের একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।
ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মুসলিম, হিস্পানিক আমেরিকান, আফ্রিকান আমেরিকান এবং সংখ্যালঘু জাতির উপর আক্রমণ করা হচ্ছে ও তাদের হয়রানি করা হচ্ছে। এমন কিছু প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যেভাবে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের হয়রানি করা হচ্ছে। তাতে তিনি মনে কষ্ট পেয়েছেন ও এধরনের কাজ করতে নিষেধ করেছেন।
প্রথমবারের মত তিনি জনগণের নিকট আহ্বান জানিয়েছেন, তারা যেন এধরণের কাজ না করে।
তিনি বলেন: এধরণের কথা শোনার পর আমি মনঃক্ষুণ্ণ হয়েছি। আপনারা এধরণের কাজ করবেন না। আমি এই দেশকে ঐক্যবদ্ধ ও সুসঙ্গত করতে চাই।
ট্রাম্প আরো বলেন, সমাজের কিছু স্তরের মানুষ আমাকে ভালোভাবে জানে না। তাই তারা আমাকে অযথা ভয় পাচ্ছে। আমার (ট্রাম্পের) সম্পর্কে তারা ভুল ভেবে আমার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। কারণ তারা আমাকে চেনে না। আমি জনগণের নিকট আহ্বান জানাচ্ছি তারা যেন আমাকে ভয় না পায়।
iqna