আন্তর্জাতিক ডেস্ক: হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন গ্রামের সংখ্যালঘু মুসলিম শতশত ভবনে আগুন দিয়ে ধ্বংস করছে নিরাপত্তা বাহিনী।
বার্তা সংস্থা ইকনা: মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গতকাল (বুধবার) রাখাইন (আরাকান) রাজ্যের অন্তত দু'টি মুসলিম গ্রামে হামলা চালিয়েছে। তাদের হামলায় অন্তত ১২ জন মুসলমান নিহত ও প্রায় ৫০ জন আহত হয়েছে বলে স্থানীয় একজন রোহিঙ্গা মুসলমান জানিয়েছেন।
তিনি বলেছেন, মংডু এলাকার বুরিচকদারপারা ও রানাবাইলা গ্রামে মুসলমানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়েছে। এর ফলে হতাহতের ঘটনা ঘটেছে। তবে এসব তথ্য অন্য কোনো সূত্রের মাধ্যমে যাচাই করা সম্ভব হয়নি। কারণ ওই সব এলাকায় কোনো সাংবাদিককে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
এদিকে, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানরাখাইনে সেনাবাহিনীর হত্যাযজ্ঞের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার নেতৃত্বে সাত সদস্যের একটি কমিশন এখন মিয়ানমারে অবস্থান করছে বলে জানা গেছে।
এরইমধ্যে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে ৬৯ জন রোহিঙ্গা মুসলমানকে হত্যার কথা স্বীকার করেছে। সেনাবাহিনী দাবি করছে, নিহতরা হামলাকারী। তবে স্থানীয়রা জানিয়েছেন, তাদের হাতে কোনো অস্ত্র নেই। তারা এও বলছেন, নানা অভিযোগে এবং সহিংসতার ঘটনা সাজিয়ে মুসলমানদেরকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করতে এসব হত্যাকাণ্ড চালানো হচ্ছে।
iqna