
ঢাকা টাইমস ২৪ এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় দুই নিরাপত্তা সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন। খবর এবিসি নিউজের।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদেক সিদ্দীকি জানান, বুধবার সকালে পুলি মাহমুদ খান এলাকায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। এতে দুজন নিরাপত্তা সদস্যসহ ছয় বেসামরিক লোক নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। বোমা হামলাকারী মোটরসাইকেলে চড়ে এসে এই হামলা চালান।
কোনো সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে সম্প্রতি তালেবান জঙ্গিরা পুরো দেশের নিরাপত্তা বাহিনী লক্ষ্য করে হামলা চালাচ্ছে।#