তুরস্কের ‘ইয়ানি আকিতে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি ইন্টারনেটে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে যে, চীনের সিন কিয়াং প্রদেশের ইরাকেন্ত শহরে কুরআন শিক্ষাদানের অপরাধে বৃদ্ধ এক কুরআন প্রশিক্ষককে জনসম্মুখে প্রহার করছেন কম্যুনিস্ট পার্টির এক সদস্য।
ভিডিওটির ব্যাপক নিন্দা জানিয়েছে এদেশের মুসলমানরা।
এর আগে প্রদত্ত এক বিবৃতিতে ঐ ভিডিওটিকে বানোয়াট আখ্যা দিয়ে ওটার শেয়ারকারীর জন্য কড়া শাস্তি কথা নির্ধারণ কথা জানিয়েছিল দেশটির পুলিশ।
প্রসঙ্গত, চলতি মাস থেকে সিন কিয়াং প্রদেশে চালু হওয়া শিক্ষা বিষয়ক নীতিমালার ভিত্তিতে, পিতামাতা তাদের সন্তানকে ধর্মীয় শিক্ষা গ্রহণে বাধ্য অথবা উৎসাহিত করতে পারবেন না।#3546706