IQNA

আয়াতুল্লাহ মুসাভী আর্দাবেলী’র শয্যাপাশে ইরানের সর্বোচ্চ নেতা

0:19 - November 23, 2016
সংবাদ: 2602012
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী গতকাল (২২শে নভেম্বর) সকালে তেহরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন দেশটির শীর্ষ আলেম আয়াতুল্লাহ মুসাভী আর্দাবেলী'কে দেখতে গিয়েছেন।
আয়াতুল্লাহ মুসাভী আর্দাবেলী’র শয্যাপাশে ইরানের সর্বোচ্চ নেতা

বার্তা সংস্থা ইকনা: ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ আলেম এবং ইসলামী বিপ্লবের স্থপতি ইমাম খোমেনীর অন্যতম ঘনিষ্ঠ সহচর হযরত আয়াতুল্লাহ সাইয়েদ মুসাভী আর্দাবেলী কিছু দিন ধরে বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দেশটির রাজধানী তেহরানের একটি অভিজাত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইরানের ইসলামী বিপ্লবের রাহবার তথা সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ীর দপ্তর থেকে প্রকাশিত এক তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার সকালে তেহরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ মুসাভী আর্দাবেলীকে দেখতে তার শয্যাপাশে হাজির হন ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী। এ সময় তিনি অসুস্থ আলেমের চিকিৎসার খোঁজখবর নেন এবং সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকদের সাথে আলাপ করেন।

আয়াতুল্লাহ মুসাভী আর্দাবেলীর শয্যাপাশে উপস্থিতিরে সময় হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ীর সাথে ইরানের শীর্ষ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

হযরত আয়াতুল্লাহ সাইয়েদ মুসাভী আর্দাবেলী ইরানের ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

iqna


captcha