আন্তর্জাতিক ডেস্ক: কুরআনের অধ্যাপক মরহুম মোহাম্মাদ সিদ্দিকুল মানশাভি তার জীবদ্দশায় বিশ্বের বিভিন্ন দেশে কুরআন তিলাওয়াত করেছেন। মসজিদুল আকসায় অনুষ্ঠিত এক কুরআন মাহফিলেও মিশরের এই খ্যাতনামা ক্বারি কুরআন তিলাওয়াত করেছেন।
বার্তা সংস্থা ইকনা: তার এই কুরআন তিলাওয়াতটি সম্প্রতি টেলিগ্রামের কুরআনিক চ্যানেল প্রচার করা হয়েছে। বিশ্বখ্যাত এই ক্বারি মসজিদুল আকসায় সুরা আহযাবের ২১ থেকে ৪৩ আয়াত পর্যন্ত তিলাওয়াত করেন। মসজিদুল আকসায় ১৯৬৪ সালে অনুষ্ঠিত এক কুরআন মাহফিলে তিনি এই তিলাওয়াত করেন। বলাবাহুল্য, অধ্যাপক মরহুম মোহাম্মাদ সিদ্দিকুল ইন্দোনেশিয়া, সিরিয়া, লেবানন ও পাকিস্তান সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে সম্মানী পদক অর্জন করেছেন। তার শেষ জীবনে অথেরোস্ক্লেরোসিস রোগের ঝুঁকির ফলে চিকিৎসকরা তাকে বাগ্যন্ত্রের ওপর অধিক চাপ প্রয়োগ করতে নিষেধ করেছিল। কুরআন প্রেমী এই ক্বারি চিকিৎসকের কথা না শুনে তার জীবনের শেষ পর্যন্ত কুরআন তিলাওয়াত করে গিয়েছেন। দীর্ঘ দিন অসুস্থ থাকার পর ৪৯ বছর বয়সে ১৯৬৯ সালের ২০ জানুয়ারিতে তিনি ইন্তেকাল করেন। অধ্যাপক মরহুম মোহাম্মাদ সিদ্দিকুল মানশাভি'র সুললিত কণ্ঠ কুরআন তিলাওয়াতের দুর্লভ অডিও ফাইলটি ইকনার দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল: