শাবিস্তানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: রাসূল (সা.) তার পবিত্র বংশধর আহলে বাইতের (আ.) মাসুম ইমামগণ থেকে বর্ণিত হাদীসে উল্লেখ করা হয়েছে যে, শেষ জামানায় কিছু ব্যক্তি মিথ্যা ও কপটতার মাধ্যমে নিজেকে মাহদী হিসেবে দাবি করবে। এ কারণে মানুষ যাতে বিভ্রান্তির শিকার না হয় সেজন্য ইমাম মাহদীর (আ.) কিছু বাহ্যিক বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। এখানে আমরা পাঠকদের জ্ঞাতার্থে সেগুলো তুলে ধরছি:
ইমাম মাহদীর (আ.) নাম ও উপাধি হবে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূলের (সা.) নাম ও উপাধির সাথে সাদৃশ্যপূর্ণ।
তার কপাল ও নাক হবে দৃষ্টিকাড়া। তিনি অত্যন্ত সুন্দর অবয়ব ও চেহারার অধিকারী হবেন। তার চোখের মণি হবে কাল বর্ণের। তার চেহারার রং ধবধবে সাদা নয়; বরং উজ্জল শ্যামলা।
তার কপাল উজ্জল বর্ণের এবং সনাহ্ণকরণ আলামত রয়েছে। তার জ্ঞান ও প্রতীভা হবে যুগের সমগ্র মানব জাতীর চেয়ে অধিক ও বিস্তৃর্ণ।
ইমাম মাহদীর (আ.) গাম্ভীর্যতা মানুষকে বিস্মৃত করবে। তার হাস্যোজ্জ্বল চেহারা এবং সর্বোত্তম ব্যবহার মানুষকে ভীষণভাবে আকৃষ্ট ও মুগ্ধ করবে। তিনি শারিরিক আকৃতির দিক থেকে মাঝারি সাইজের এবং তার চেহারার ডান পার্শ্বে একটি তিল রয়েছে।
তিনি যখন আল্লাহর নির্দেশে আবির্ভূত হবেন তখন তার বয়োবৃদ্ধ হওয়া সত্বেও তাকে মধ্য বয়সীর চেয়ে বেশি বয়স্ক মনে হবে না। সময় ও যুগের আবর্তে বার্ধক্য তাকে স্পর্শ করতে পারবে না।
(সূত্র: কিসাসুল আম্বিয়া গ্রন্থ; পৃ.৮৬০)