IQNA

মেলবোর্নে কুরআন প্রদর্শনী

22:22 - November 28, 2016
সংবাদ: 2602045
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের মেলবোর্ন শহরের "হ্যাম্পটন পার্ক" লাইব্রেরীতে ২৬শে নভেম্বর কুরআন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মেলবোর্নে কুরআন প্রদর্শনী
বার্তা সংস্থা ইকনা: ইসলাম ধর্মকে পরিচয় করানোর উদ্দেশ্যে মেলবোর্নের মুসলিম নাগরিকদের পক্ষ থেকে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
চলতি বছরে ২য় বার্ষিকী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতবছর মেলবোর্নের 'ন্যারা ওয়ারেন' এলাকায় প্রথম বার্ষিকী কুরআন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছ।
ইসলাম ধর্মকে পরিচয় করানো, ইসলাম ও অন্যান্য ধর্মের মধ্যকার মিল এবং ইসলাম সম্পর্কে মিথ্যা তথ্য এবং কাল্পনিক ধারণ দুর করার উদ্দেশ্য উক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
কুরআন প্রদর্শনীতে অনেক অমুসলিম প্রদর্শন করেছেন এবং তারা ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন এবং সঠিক উত্তর জানতে পেরে খুশি হয়েছেন।
উক্ত প্রদর্শনীতে দর্শনার্থীদের প্রদর্শনের জন্য বিভিন্ন ভাষায় অনুদিত কুরআন, পবিত্র কুরআনের আয়াতের সমন্বয়ে বিজ্ঞান, বিভিন্ন ধর্মের মধ্যে সম্পর্ক, বিশ্বশান্তি ও নারীর অধিকারের আলোকে লিখিত বিভিন্ন ব্যানার এবং ক্যালিগ্রাফি বোর্ড উপস্থাপন করা হয়েছে।
iqna


captcha