IQNA

2:18 - November 30, 2016
সংবাদ: 2602054
আন্তর্জাতিক ডেস্ক: মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর ওফাত বার্ষিকী এবং তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হাসান (আ.)এর শাহাদাত বার্ষিকী পালন করার জন্য লক্ষাধিক যায়ের পয়ে হেটে ইরাকের পবিত্র নগরী নাযাফে উপস্থিত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: আহলে বায়েত (আ.)এর ভক্তবৃন্দ ইরাকের বিভিন্ন শহর থেকে সমবেদনা প্রকাশ করার জন্য পায়ে হেতে নাযাফে ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারে উপস্থিত হয়েছে। ইরাকে গতকাল ২৭শে সফর ছিল। এই দিনে প্রকৃত শান্তির বার্তা বাহক হযরত মুহাম্মাদ (সা.) ওফাত বার্ষিকী এবং তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হাসান (আ.) শাহাদাত বারণ করেন।
শোকাবহ এই দিবসে আহলে বায়েত (আ.)এর ভক্তবৃন্দ শোকপালন করেছেন। নাযাফে ইমাম আলী (আ.)এর মাযারে লক্ষাধিক যায়ের উপস্থিত হয়েছেন। এসকল যায়েরদের থাকা-খাওয়ার সুবিধা প্রদান করার জন্য বিভিন্ন স্থানে স্টল নির্মাণ করা হয়েছে। এসকল স্টল থেকে যায়েরদের সম্পূর্ণরূপে বিনামূল্য সেবা প্রদান করা হচ্ছে।
মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর ওফাত বার্ষিকী এবং তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হাসান (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাজাফে প্রায় ৩০ লাখ যায়ের উপস্থিত হয়েছেন।
iqna
নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: