IQNA

‘ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি ভঙ্গ করা হবে বোকামি’

18:58 - November 30, 2016
সংবাদ: 2602059
আন্তর্জাতিক ডেস্ক: পারমাণবিক চুক্তি ভঙ্গ করলে তাতে ইরান ও অন্যরা পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ হতে পারে। খবর রয়টার্সের।
মানবজমিনের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্প যদি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি ভেঙে দেন তাহলে তা হবে বোকামি। এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রে গোয়েন্দা সংস্থা সিআইএ’র বিদায়ী পরিচালক জন ব্রেনান। তিনি বলেছেন, ওই চুক্তি ভঙ্গ করলে তাতে ইরান ও অন্যরা পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ হতে পারে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে বুধবার প্রচারিত বিবিসিতে এক সাক্ষাতকারে জন ব্রেনান বলেছেন, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি ভঙ্গ করলে তাতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি নিতে পারে। তা দেখে ওই অঞ্চলে অন্যরাও একই উদ্যোগ নিতে পারে। তাই আমি মনে করি, চুক্তি ভঙ্গ করলে তা হবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসনের জন্য বড় এক বোকামি। শুধু তা-ই নয়। ব্রেনান সিরিয়া সঙ্কট নিয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে কাজ করার ক্ষেত্রেও ট্রাম্পকে সতর্ক হওয়া উচিত। তবে আমি আশা করছি ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে।

captcha