আবনা’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: মায়ানমারের উগ্রতাবাদী বৌদ্ধ ভিক্ষু এবং এদেশের সেনাবাহিনী কর্তৃক সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণ ও নির্যাতন বন্ধের দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে ঢাকার শিয়া সম্প্রদায়। এতে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম হাশেম আব্বাসসহ আরও অনেকে। বক্তারা সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে নৃশংস নির্যাতনের নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আদালতে এর বিচারের দাবী জানান।