IQNA

হুমকির জবাবে দোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ

4:46 - December 04, 2016
সংবাদ: 2602089
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাজ্যের ‘ফ্রেসনোবি’ ইসলামি-সাংস্কৃতিক কেন্দ্র, সম্প্রতি মুসলমানদের বিরুদ্ধে হুমকি দিয়ে প্রেরিত চিঠির জবাবে বিভিন্ন ধর্মের অনুসারীদেরকে মুসলমানদের সহযোগিতায় আয়োজিত একটি দোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে।

Fresnobee ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: কেন্দ্রটি ঐ ৭ মসজিদের একটি যেগুলোতে গত সপ্তাহে হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছিল। ঐ চিঠির জবাবে গত শুক্রবার (২ ডিসেম্বর) এক যৌথ দোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অন্যান্য ধর্মের অনুসারীদের প্রতি আমন্ত্রণ জানানো হয়।

ঐ দোয়ার অনুষ্ঠানে প্রায় ১৫০ জন অংশগ্রহণের মাধ্যমে মুসলমানদের প্রতি নিজেদের সমর্থন ব্যক্তি করেছেন।

এ কেন্দ্রের পরিচালক রেজা নিকু মানেশ বলেন, হুমিকমূলক ঐ চিঠি পাওয়ার পর অমুসলিম প্রতিবেশীদের পক্ষ থেকে ব্যাপক সহযোগিতা পেয়েছি। আর এর ভিত্তিতে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ফ্রেজনোবি মসজিদের দরজা তাদের উদ্দেশ্যে উন্মুক্ত করে দেয়ার সিদ্ধান্ত নেই আমরা।#3550430


captcha