Fresnobee ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: কেন্দ্রটি ঐ ৭ মসজিদের একটি যেগুলোতে গত সপ্তাহে হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছিল। ঐ চিঠির জবাবে গত শুক্রবার (২ ডিসেম্বর) এক যৌথ দোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অন্যান্য ধর্মের অনুসারীদের প্রতি আমন্ত্রণ জানানো হয়।
ঐ দোয়ার অনুষ্ঠানে প্রায় ১৫০ জন অংশগ্রহণের মাধ্যমে মুসলমানদের প্রতি নিজেদের সমর্থন ব্যক্তি করেছেন।
এ কেন্দ্রের পরিচালক রেজা নিকু মানেশ বলেন, হুমিকমূলক ঐ চিঠি পাওয়ার পর অমুসলিম প্রতিবেশীদের পক্ষ থেকে ব্যাপক সহযোগিতা পেয়েছি। আর এর ভিত্তিতে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ফ্রেজনোবি মসজিদের দরজা তাদের উদ্দেশ্যে উন্মুক্ত করে দেয়ার সিদ্ধান্ত নেই আমরা।#3550430