IQNA

ড. মাওলানা কালবে সাদিক

‘জুলুম সহ্য করা পাপ বলেই ইমাম হুসাইন (আ.) ইয়াজিদের সঙ্গে আপোশ করেননি’

11:35 - December 07, 2016
সংবাদ: 2602106
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রখ্যাত শিয়া আলেম ড. মাওলানা কালবে সাদিক বলেছেন, ‘জুলুম সহ্য করা পাপ; এ কারণেই ইমাম হুসাইন (আ.) ইয়াজিদের সঙ্গে আপোশ করেননি। হুসাইন (আ.) বলেছিলেন, জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোও জিহাদ। কারবালার ঘটনার সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় এটাই যে, আমরা যে জীবন পেয়েছি তাকে যেন আমরা আল্লাহর দেখানো পথে পরিচালিত করি।’

পার্সাটুডের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: সোমবার আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ‘হযরত ইমাম হুসাইন : মানবতার রক্ষক’- শীর্ষক জাতীয় সেমিনারে তিনি ওই মন্তব্য করেন। মাওলানা কালবে সাদিক বলেন, ‘সকল ধর্ম মানবতার বার্তা দেয়। ইসলামেও মানবতার ওপরে জোর দেয়া হয়েছে। আজ কিছু মোল্লা লড়াই বাঁধানোর কাজ করছেন, যদিও মাওলানাদের কাজ ঐক্যবদ্ধ করা।’

তিনি বলেন, ‘লম্বা দাড়িতে ইসলামের পরিচিতি হয় না। ইসলাম একটি চরিত্রের নাম।’

অনুষ্ঠানে হিন্দু আধ্যাত্মিক গুরু স্বামী স্বতন্ত্রানন্দ বলেন, ‘ভারতকে সফল রাষ্ট্র তৈরি করতে হলে হযরত ইমাম হুসাইন (আ.)-র পথে চলতে হবে।’  

অকাল তখতের জাঠেদার গুরুবচন সিং বলেন, ইমাম হুসাইন (আ.) দুনিয়ার সামনে এটা দেখিয়ে গেছেন সত্যের জন্য যুদ্ধে লড়াই করাও কোনো বিষয় নয়। 

অনুষ্ঠানে ইরানের আল মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের হুজ্জাতুল ইসলাম মুহাম্মদ রেজা সালেহ, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভিসি লে. জেনারেল জমিরউদ্দিন শাহ, শিয়া থিওলজি বিভাগের চেয়ারম্যান আলী মুহাম্মদ নাকভি, সুন্নী ধর্মতত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তৌকির আলম ফালাহি, অধ্যাপক সাউদ আলম কাশেমিও ইমাম হুসাইন (আ.)-র বিষয় তুলে ধরেন। #

captcha