তিনি বলেন, ‘লম্বা দাড়িতে ইসলামের পরিচিতি হয় না। ইসলাম একটি চরিত্রের নাম।’
অনুষ্ঠানে হিন্দু আধ্যাত্মিক গুরু স্বামী স্বতন্ত্রানন্দ বলেন, ‘ভারতকে সফল রাষ্ট্র তৈরি করতে হলে হযরত ইমাম হুসাইন (আ.)-র পথে চলতে হবে।’
অকাল তখতের জাঠেদার গুরুবচন সিং বলেন, ইমাম হুসাইন (আ.) দুনিয়ার সামনে এটা দেখিয়ে গেছেন সত্যের জন্য যুদ্ধে লড়াই করাও কোনো বিষয় নয়।
অনুষ্ঠানে ইরানের আল মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের হুজ্জাতুল ইসলাম মুহাম্মদ রেজা সালেহ, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভিসি লে. জেনারেল জমিরউদ্দিন শাহ, শিয়া থিওলজি বিভাগের চেয়ারম্যান আলী মুহাম্মদ নাকভি, সুন্নী ধর্মতত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তৌকির আলম ফালাহি, অধ্যাপক সাউদ আলম কাশেমিও ইমাম হুসাইন (আ.)-র বিষয় তুলে ধরেন। #