IQNA

কুরআনের হাফেজ হলেন মরক্কোর ৭৫ বছরের বৃদ্ধা

0:52 - December 11, 2016
সংবাদ: 2602136
আন্তর্জাতিক ডেস্ক: স্পেনে বসবাসকৃত মরক্কোর অধিবাসী ৭৫ বছরের বৃদ্ধা সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও ৭৫ বছর বয়সী জনাবা সাদিয়া সম্পূর্ণ কুরআনের হাফেজ হয়েছে।

এই বয়সে জনাবা সাদিয়া সম্পূর্ণ কুরআন হেফজ করার কারণে স্পেনের দক্ষিণাঞ্চলীয় শহর 'ফুনখিরুলা'র একটি মসজিদে কর্তৃপক্ষ তাকে সম্মাননা প্রদর্শন করেছেন।

সাধারণত এই বয়সে অনেকরেই স্মরণ শক্তি হ্রাস পেয়ে থাকে। অথচ, জনাবা সাদিয়ার দৃঢ় ইচ্ছা থাকার কারণে তিনি সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছে।

'ফুনখিরুলা' শহরের মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছেন, জনাবা সাদিয়া নিজে হেদায়েত হওয়ার পূর্বে আমাদেরকে হেদায়েত করেছেন। তিনি আমাদের আদর্শ। এই বয়সে তিনি কুরআন হেফজ করেছেন, অথচ আমরা নিজেরাই সেই সম্পর্কে অনবহিত ছিলাম।

iqna


captcha