IQNA

ইমাম আলীর (আ.) মাযারে বাদশাহ নাদের স্বর্ণের মুকুট + ছবি

14:42 - December 13, 2016
সংবাদ: 2602145
আন্তর্জাতিক ডেস্ক: ইমাম আলী (আ.)এর মাযারে বাদশাহ নাদের স্বর্ণের মুকুট হাদিয়া করা হয়েছিল। দীর্ঘ দিন পর এই মুকুটটি পুনরায় ইমাম আলী (আ.)এর মাযারে ফেরত আনা হয়েছে।
ইমাম আলীর (আ.) মাযারে বাদশাহ নাদের স্বর্ণের মুকুট + ছবি

বার্তা সংস্থা ইকনা: স্বর্ণের এই মুকুটটিতে পাঁচ পাঞ্জতনের প্রতীক হিসেবে একটি হাত এবং ১৪ মাসুমের (আ.) প্রতীক হিসেবে সূর্যের ১৪টি আলোকরশ্মি রয়েছে।
স্বৈরাচারী শাসক সাদ্দামের শাসনামলে তার নির্দেশে হযরত আলী (আ.)এর মাযার থেকে ঐতিহাসিক এই মুকুটটি সরিয়ে ফেলা হয়। অত্যাচারী শাসক সাদ্দামের পতনের ফলে বর্তমানে আবারও পূর্বের স্থানে এই মুকুটটি স্থাপন করার জন্য প্রস্তুত করা হয়েছে।
ইমাম আলী (আ.)এর মাযারের পরিচালক জানিয়েছেন, ১৭ই রবিউল আউয়াল তথা হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্মবার্ষিকীতে এই মুকুটটি স্ব-স্থানে স্থাপন করা হবে।
উল্লেখ্য, প্রায় ২৮০ বছর পূর্বে ভারত বিজয়ের পর নিজের মানত পূরণ করার জন্য ইরানের বাদশাহ নাদের ইমাম আলী (আ.)এর মাযার জিয়ারত করার জন্য ইরাকে সফর করেন এবং তখন মাযারে জন্য সোনার গম্বুজ এবং সোনার মুকুট নির্মাণের জন্য নির্দেশ দেন। গাদীরের আনুগত্য করার জন্য পাঁচ পাঞ্জতনের প্রতীক হিসেবে একটি হাত এবং ১৪ মাসুমের (আ.) প্রতীক হিসেবে সূর্যের ১৪টি আলোকরশ্মি নির্মাণ করার নির্দেশ দেন। তার নির্দেশ অনুযায়ী এই মুকুটটি নির্মাণ করা হয়।
iqna


captcha