IQNA

ইমাম আলী (আ.)এর মাজারের নতুন গম্বুজের অপাবরণ + ছবি

3:21 - December 18, 2016
সংবাদ: 2602182
আন্তর্জাতিক ডেস্ক: গতকাল (১৭ই ডিসেম্বর) ইরাকের পবিত্র নগরী নাজাফে ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের নতুন গম্বুজের অপাবরণ হয়েছে।
ইমাম আলী (আ.)এর মাজারের নতুন গম্বুজের অপাবরণ + ছবি
বার্তা সংস্থা ইকনা: মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এবং তাঁর আহলে বায়েত (আ.)এর ষষ্ঠম নক্ষত্র ইমাম জাফর সাদিক (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল আমিরুল মুমিনীন ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের নতুন গম্বুজের অপাবরণ হয়েছে।

ইমাম আলী (আ.) এবং হযরত আব্বাস (আ.)এর মাযারের মাস্টার কারিগর এবং ইরানের 'কাউসার' কোম্পানির কর্মীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে গম্বুজটি মেরামত করা হয়েছে।

আলাভি কাউন্টি প্রশাসনিক কাউন্সিলের সদস্য জানিয়েছে, এই প্রকল্পে, খাঁটি সোনা দিয়ে তৈরি ১২ হাজার (স্বর্ণের) পাত ব্যবহার করা হয়েছে অত্যাচারী ক্ষমতাচ্যুত শাসক সাদ্দামের শাসনামলে ইমাম আলী (আ.)এর পবিত্র মাযার থেকে বাদশাহ নাদেরের পক্ষ থেকে উপহার দেয়া স্বর্ণের তাজটি সরিয়ে ফেলা হয়। ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের গম্বুজটি মেরামতের পর ঐতিহাসিক ঐ তাজটি পুনর্নির্মাণ করে পুনরায় পূর্বের স্থানে স্থাপন করা হয়েছে।

তিনি বলেন: এই প্রকল্পের মাধ্যমে ইমাম আলী (আ.)এর মাযারে 24 ক্যারেটের 180 কিলো স্বর্ণ যোগ করা হয়েছে।

ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের নতুন গম্বুজের অপাবরণের অনুষ্ঠানে ইরাকি এবং ইরানি সহ বিশ্বের বিভিন্ন দেশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও সর্বোচ্চ নেতার প্রতিনিধি এবং ইরানের রাবওয়াহ ও যাকাত বিষয়ক সংস্থার প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদী, আতাবাতে আলিয়াতের পুনর্নির্মাণ কমিটির পরিচালক, ইমাম আলী (আ.)এর মাযারের পরিচালক এবং যায়েরগণ উপস্থিত ছিলেন।

ইমাম আলী (আ.)এর মাযারের গম্বুজটির নির্দিষ্ট আধ্যাত্মিক বৈশিষ্ট্য ছাড়াও আর্কিটেকচারের মতে একটি বিরল শিল্প হিসেবে গণ্য হয়েছে। গম্বুজের পরিধি ৫১.৫ মিটার এবং উচ্চতা ৫.৪ মিটার।

iqna


captcha