বার্তা সংস্থা ইকনা; মিশরের সুয়েজ প্রদেশর আরবাইন এলাকার সাকিনা নামক এপার্টমেন্টে এই ঘটনাটি ঘটেছে। আগুন লাগার ফলে অ্যাপার্টমেন্টের সকল কিছু পুড়ে ধ্বংস হয়ে গেলেও অ্যাপার্টমেন্টে থাকা এক খণ্ড পবিত্র কুরআন অক্ষত রয়েছে।
আগুন থেকে পবিত্র কুরআনটি অক্ষত থাকার ফলে সুয়েজ প্রদেশের জনগণের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সকলেই এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা করছে।
এপার্টমেন্টের মালিক আহমদ ফুজি আল-সাগুলী বলেন: এপার্টমেন্টের দ্বিতীয় তলায় আগুন লাগে। অক্ষত থাকা এই কুরআন শরীফটি আমার বাবার ছিল। পবিত্র কুরআন শরিফটি একটি আলমারির মধ্যে রাখা ছিল।
তিনি বলেন: কুরআন শরিফটি যেই কক্ষে রাখা ছিল সেই কক্ষের সকল জিনিশপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। শুধুমাত্র কুরআন শরিফটি অক্ষত রয়ে গেছে।
আহমদ ফুজি আল-সাগুলী আরও বলেন: আগুনের তীব্রতা এতই অধিক ছিল যে, সিলিং ফ্যানও গলে গিয়েছে; কিন্তু পবিত্র কুরআনের একটি বাক্যেরও (এমনটি একটি শব্দেরও) কোন ক্ষতি হয়নি।