IQNA

মহানবি (স.) এর জন্মবার্ষিকী উপলক্ষে;

নাজাফে ‘মিলাদ-এ নূর’ সাংস্কৃতিক সপ্তাহ

14:12 - December 16, 2016
সংবাদ: 2602170
আন্তর্জাতিক ডেস্ক: মহানবি হযরত মুহাম্মাদ (স.) ও তাঁর বংশের ষষ্ঠ ইমাম জাফর সাদিক (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ইমাম আলী (আ.) এর মাজার পরিচালনা কমিটি ‘মিলাদ-এ নূর’ শীর্ষক সাংস্কৃতিক সপ্তাহের আয়োজন করেছে।

ইমাম আলী (আ.) এর মাজারের ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে ইকনা: ‘মিলাদ-এ নূর’ সাংস্কৃতিক সপ্তাহ ইমাম আলী (আ.) এর মাজারের নারী বিষয়ক বিভাগের আওতাধীন শিক্ষা প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবছর এ সাংস্কৃতিক সপ্তাহ অনুষ্ঠিত হয়ে থাকে। মহিলা যায়ের (যেয়ারতকারী)-দের জন্য ধর্ম, আকিদা ও নৈতিকতা বিষয়ক সম্মেলন এবং ‘নবুয়্যতের বসন্ত’ শীর্ষক বই পড়া প্রতিযোগিতা ইত্যাদি এ সাংস্কৃতিক সপ্তাহের কর্মসূচীর অন্যতম।

প্রসঙ্গত, ইমাম আলী (আ.) এর মাজারের নারী বিষয়ক বিভাগ এ সপ্তাহের বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণকারী নারীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করেছে।#3554340


captcha