IQNA

পর্তুগিজ ভাষায় প্রকাশিত হতে যাচ্ছে প্রথম কুরআন শিক্ষার বই

20:43 - December 20, 2016
সংবাদ: 2602196
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: কুরআন শিক্ষার বিশেষ বই ব্রাজিলের রাজধানী সাও পাওলো’তে পর্তুগিজ ভাষায় প্রকাশিত হতে যাচ্ছে। কিছুদিনের মধ্যে বইটি সরবরাহ করা হবে বলে জানা গেছে।

‘সুজান বান’ টেলিগ্রাম চ্যানেলের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: পর্তুগিজ ভাষায় প্রথম কুরআন শিক্ষার বই প্রকাশের লক্ষ্যে সাহায্য চেয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, এতে সাড়া দিয়ে প্রায় ১০ মিলিয়ন তুমান আর্থিক সহযোগিতা করেছে ঐ চ্যানেলের ইরানি সদস্যরা। এটা হচ্ছে কুরআন শিক্ষার বিষয়ে পর্তুগিজ ভাষায় প্রথম বই।

ব্রাজিল হচ্ছে এমন একটি ক্যাথোলিক প্রধান দেশ যেখানে ইসলামভীতি’র নাম-নিশানা নেই। দেশটির দ্বিতীয় সর্ববৃহত শহর সাও পাওলো’র মোট মসজিদ সংখ্যা ১৭

ব্রাজিলের মোট জনসংখ্যা প্রায় ২০ কোটি। এর মধ্যে ১০ লাখ লোক মুসলমান।#3555236


captcha