IQNA

আয়াতুল্লাহ ওয়েজজাদেহ খোরাসানী’র ইন্তেকাল

2:28 - December 21, 2016
সংবাদ: 2602197
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট আলেম ও গবেষক হযরত আয়াতুল্লাহ ওয়েজজাদেহ খোরাসানী’ রবিবার ১৮ই ডিসেম্বর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।
আয়াতুল্লাহ ওয়েজজাদেহ খোরাসানী’র ইন্তেকাল

বার্তা সংস্থা ইকনা: ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট আলেম ও গবেষক হযরত আয়াতুল্লাহ ওয়েজজাদেহ খোরাসানীরবিবার ১৮ই ডিসেম্বর ইহধাম ত্যাগ করে মহান আল্লাহর সান্নিধ্যে গমন করেছেন। তিনি মুসলিম উম্মাহর মাঝে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। মুসলিম মাজহাবসমূহের মাঝে ঐক্য ও সংহতি সৃষ্টিকারী বিশ্ব সংস্থার সর্ব প্রথম মহাসচিব ছিলেন তিনি।

সমস্ত ইরান জুড়ে যখন পবিত্র রবিউল আওয়াল মাসে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা) এবং তাঁর পবিত্র আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হযরত জাফর সাদিক (আ)'র শুভজন্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল চলছে, তখন মুসলিম জাহানের এ কৃতিমান মনীষী ও গবেষকের ইন্তেকাল সবাইকে ব্যথিত ও মর্মাহত করেছে।

হযরত আয়াতুল্লাহ ওয়েজজাদেহ খোরাসানী ১৩০৪ ফার্সি সনে ইরানের মাশহাদ নগরীতে জন্ম গ্রহণ করেন। তিনি ইরাকের নাজাফ ও ইরানের কোম নগরস্থ ধর্মতত্ত্বের সর্বোচ্চ শিক্ষালয় থেকে ধর্মতত্বের উপর সর্বোচ্চ ডিগ্রি অর্জনে সক্ষম হন।

তিনি ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি ইমাম খোমেনী, হযরত আয়াতুল্লাহ মুহাম্মাদ হুসাইন বুরুজের্দী এবং হযরত আয়াতুল্লাহ মুহাম্মাদ হুসাইন তাবাতাবায়ির সান্নিধ্যে ধর্মতত্বের উপর গভীর গবেষণা করেন।

মরহুম আয়াতুল্লাহ ওয়েজজাদেহ খোরাসানীকে ১৯শে ডিসেম্বর ইরানের পবিত্র নগরী মাশহাদে আহলে বায়েত (আ.)এর অষ্টম নক্ষত্র ইমাম রেজা (আ.)এর পবিত্র মাযারে সান্নিধ্যে দাফন করা হয়েছে।

iqna


captcha