QiraatCompetition ওয়েব সাইটের উদ্ধৃতি তিয়ে বার্তা সংস্থা ইকনা: যুবকদেরকে হেফজ ও কিরাতের প্রতি উদ্বুদ্ধ এবং পবিত্র কুরআনের সাথে যুবকদের সম্পর্ককে আরো দৃঢ় করার লক্ষ্যে প্রতিবছর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে।
প্রতিযোগিতা দু’টি পর্যায়ে; মেয়েদের ২৫ ফেব্রুয়ারি এবং ছেলেদের ১০ মার্চ ২০১৭ অনুষ্ঠিত হবে।
যেহেতু পবিত্র কুরআন সমগ্র মানবজাতির জন্য হেদায়েত স্বরূপ এবং এর সাথে নিজেকে সম্পৃক্ত করার মাঝেই পার্থিব ও পরকালীন নেয়ামত নিহীত, সেহেতু প্রতিবছর উত্তর আমেরিকা অঞ্চলের যুবকদের জন্য এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে।
বিশ্বের বিভিন্ন দেশের কারীদের একটি টিম এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন।#3555376