IQNA

একাগ্রতা নামায কবুলের অন্যতম শর্ত

2:12 - December 22, 2016
সংবাদ: 2602207
আল্লাহর দরবারে নামায কবুলের অন্যতম পূর্বশর্ত হচ্ছে নামাযে মনোযোগ ও একাগ্রতা বজায় রাখা। এ কারণে একজন নামাজি ব্যক্তির সব সময় এমন উদ্বেগ থাকে যে, তার নামাযটি সঠিক হচ্ছে কিনা কিংবা নামাযটি সঠিক মনোযোগের সাথে সম্পন্ন হচ্ছে কিনা।
একাগ্রতা নামায কবুলের অন্যতম শর্ত

শাবিস্তানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: এমন উদ্বেগ নিরসনের সর্বোত্তম উপায় হচ্ছে যখন নামায আদায় করা হবে, তখন অনুধাবন করতে হবে যে, নামাযটি কি গভীর ও একাগ্রতার সাথে সম্পন্ন হচ্ছে কিনা; যদি এটা নিশ্চিত হওয়া যায় যে, নামায যথাযথ মনোযোগ ও গভীর একাগ্রতার সাথে আদায় হচ্ছে- তাহলে মনে করতে হবে যে, নামায নিয়ম মাফিকভাবেই সম্পন্ন হচ্ছে।
 নামায কবুলের অন্যতম শর্ত হচ্ছে নামায মনোযোগ ও একাগ্রতার সাথে সম্পন্ন হওয়া। আর মনোযোগের বিষয়টি নামাজির মন-অন্তর ও শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশিত হয়। যদি কেউ গভীর মনোযোগের সাথে নামায আদায় করে, তাহলে তার আত্মিক একাগ্রতা ও শারীরিক স্থিতিশীলতা সে বিষয়ের প্রতি ইঙ্গিত করবে। এ সম্পর্কে আমিরুল মু'মিনিন একটি হাদীসে বর্ণনা করেছেন যে, একদা জনৈক ব্যক্তি নামাযরত অবস্থাতে নিজের দাড়িতে বারংবার হাত দিয়ে নাড়াচড়া দিচ্ছিল। এ অবস্থা দেখে রাসূল (সা.) বলেন যে, যদি এ ব্যক্তির মন ও অন্তর নামাযের মধ্যে আবদ্ধ থাকত, তাহলে তার অঙ্গ-প্রত্যঙ্গেও তা প্রকাশিত হত। অর্থাৎ সে এভাবে হাত দিয়ে দাড়ি নড়াচড়া করত না। মোটকথা হচ্ছে যদি কারও নামাযে একাগ্রতা ও বিনম্রতা পরিলক্ষিত হয়, তাহলে তার মন ও শরীর উভয়ই একাগ্র ও বিনম্র থাকবে।
captcha