IQNA

মিয়ানমারের সেনারা রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে

19:44 - December 23, 2016
সংবাদ: 2602215
আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
যুগান্তরের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: মিয়ানমারের সেনাবাহিনী দেশটির রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর নৃশংসতা-নিপীড়ন চালাচ্ছে। অক্টোবর থেকেই সংখ্যালঘু সম্প্রদায়টির ওপর হত্যাযজ্ঞ, ধর্ষণ ও বাড়িঘরে অগ্নিসংযোগ করছে সেনারা। যার কারণে হাজার হাজার রোহিঙ্গা হুমকির মুখে রয়েছেন।
নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
বিবৃতিতে এইচআরডব্লিউ বলেছে, তারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে জেনেছে যে, মিয়ানমারের সেনারা রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দিচ্ছে, লুটপাট করছে, তাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে।
গোটা পরিবার উচ্ছেদ করে দিচ্ছে, নারী ও তরুণীদের ধর্ষণ করছে। রোহিঙ্গা গ্রামগুলোতে সেনারা আসছে আর যাকে পাচ্ছে তাকেই নির্বিচারে গুলি করছে। শিশু থেকে বৃদ্ধ কেউ তাদের নৃশংসতা থেকে বাদ পড়ছে না। বহু লোকজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।#

captcha