IQNA

ইয়েমেনের জনগণ হত্যায় সৌদিকে সাহায্য করছে যুক্তরাজ্য : গার্ডিয়ান

20:02 - December 23, 2016
সংবাদ: 2602216
আন্তর্জাতিক ডেস্ক: দৈনিক গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের নিরীহ মানুষ হত্যায় সৌদি আরবের সহযোগী হয়েছে যুক্তরাজ্য।

আল-আলামের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: দৈনিক গার্ডিয়ানের গতকালের (বৃহস্পতিবার) সংখ্যায় লেখা হয়েছে, আলেপ্পোর জনগণ হত্যায় যে কোন প্রকার অস্ত্র ব্যবহারের নিন্দা জানাই আমরা, অথচ ইয়েমেনের জনগণ হত্যার লক্ষ্যে সকল প্রকার অস্ত্র আমরা সৌদি আরবের কাছে বিক্রি করি।

মাইকেল এক্সোর্টি ঐ প্রতিবেদনে লিখেছেন, এ প্রশ্নটি বর্তমানে উত্থাপিত হচ্ছে যে, সৌদি আরবের সাথে সম্পর্কে যুক্তরাজ্যের লাভ কোথায়? সম্প্রতি এ বিষয়টিও স্পষ্ট হয়েছে যে, যে ক্লাস্টার বোমাগুলো ব্রিটেন সৌদি আরবের কাছে বিক্রি করেছিল, সেগুলোকেই ইয়েমেনের নিরীহ জনগণের উপর বর্ষণ করা হচ্ছে।

দৈনিকটি আরও লিখেছে: সকলেই জানে যে, সৌদি আরব, ওয়াহাবি ও সালাফিদের মাঝে কি ধরনের আন্তরিক সম্পর্ক রয়েছে। আর এ সম্পর্কের কারণেই সন্ত্রাসবাদ প্রসারিত হচ্ছে।#3555937


captcha